বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চলতি বছরের এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাটোরের লালপুর থেকে ১০ পরীক্ষার্থী ও এক সহকারী শিক্ষিকাসহ ১৩ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার চাঁদপুর-১ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাঁদপুর-১ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসচক্রের দল সক্রিয়ভাবে কাজ করছে।
ওই সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল ওই কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। পরে পরীক্ষার শুরুর ঘণ্টাখানেক আগে কেন্দ্রের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটকের পর তাদের কাছে থাকা মোবাইল ফোনে ইমো, ফেসবুক ও ম্যাসেঞ্জারে রসায়ন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি ঘটনাস্থলে এসে পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে মোবাইল ফোনে পাওয়া প্রশ্নপত্রের মিল খুঁজে পান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন সহকারী শিক্ষিকাসহ আরো তিনজনকে আটক করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।