Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধরনের পারমাণবিক অস্ত্র বানাচ্ছে পাকিস্তান

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্রও। পাকিস্তান সম্পর্কে চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস। স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রসহ পাকিস্তান নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা প্রধান। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটের গোয়েন্দা বিষয়ক সিলেক্ট কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক এক শুনানিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস এ তথ্য জানিয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে তিনি জানিয়েছেন, স্বল্প-পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্র ছাড়াও সমুদ্র ও আকাশ থেকে ছোঁড়া যায় এমন ক্রুজ মিসাইল ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উপরও পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান। এতে উপমহাদেশে শান্তি নষ্ট হতে পারে। এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিভিন্ন সেনাঘাঁটিতে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে। এর মাঝেই পাকিস্তানের নতুন অস্ত্র ভারতকে বিপদে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন কোটস। চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন মার্কিন এই গোয়েন্দা প্রধান। কোটস বলেছেন, চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপদের কারণ হতে পারে। পাশাপাশি পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে থাকা জঙ্গিরা ভারত ও আফগানিস্তানে হামলা চালাতে পারে। জি নিউজ জানায়, শুনানিতে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান ধারবাহিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে এবং নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এর মধ্যে স্বল্পপাল্লার কৌশলগত অস্ত্র, সাগরভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। নতুন ধরনের এসব পারমাণবিক অস্ত্রের কারণে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন কোটস। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে থাকা পক্ষগুলোর মধ্যে আগামী বছরগুলোতে উত্তর কোরিয়াই বড় হুমকি হয়ে দেখা দিবে বলে কমিটির শুনানিতে বলেছেন তিনি। এনডিটিভি, জি নিউজ।



 

Show all comments
  • Abu Taleb ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৪১ এএম says : 2
    Go ahead ......................
    Total Reply(0) Reply
  • আশরাফ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৪৩ এএম says : 6
    পারমানবিক অস্ত্র না বানিয়ে দেশের অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় কাজ করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ