Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহ ও রাসূলকে পাওয়ার পথই তরিকত -ফান্দাউক দরবারের পীর সাহেব

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর বাংলাদেশ আঞ্জুমানে খাদেমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলান মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল হোসাইনী বলেছেন, আল্লাহ ও তার রাসুল (সা.)কে পাওয়ার একমাত্র সঠিক পথই হচ্ছে তরিকত। ধর্ম ও নীতি নৈতিকা বিবর্জিত বর্তমান সমাজের দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সমাজ, রাষ্ট্র ও বিশ্বে ইলমে তাসাউফ চর্চার কোন বিকল্প নেই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে আল্লাহর ওলি আউলিয়ারা মাঠে ময়দানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, সুদ একটি জঘন্য অপরাধ। ইসলামে সুদকে সম্পূর্ন হারাম করা হয়েছে। হালাল খাদ্য ভক্ষন করতে হবে। হালাল ভক্ষন ছাড়া আল্লাহর নিকট কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। আমাদের চরিত্র নষ্ঠ হয়ে গেছে। চরিত্র সংশোধন করতে হবে। সমাজে সৎচরিত্রবান লোকের খুবই অভাব। আমাদেরকে সৎচরিত্রবান হতে হবে।
গত ১১ ফেব্রæয়ারি মাধবপুর স্টেডিয়াম মাঠে এক বিরাট ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আঞ্জুমানে খাদেমুল ইসলামের মাধবপুর উপজেলার সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান মৃধা সাহেবের সভাপতিত্বে ইছালে ছাওয়াব মাহফিলে আরো ওয়াজ করেন, মাওলানা কামাল উদ্দিন আনছারী, মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা মোজ্জামিল হক মাসুমী। উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ ইকবাল আহমেদ, সাংবাদিকা কে.এম শামছুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লাহ

৩১ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ