রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনী থেকে মোঃ ওমর ফারুক: ভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করার কারণে রাজনৈতিক নেতাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু সাংবাদিকদেরতো আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্য এক। তাদের মধ্যে মতবিরোধ থাকা উচিত নয়। পেশাগত কারণে প্রতিযোগিতা থাকলেও একে অপরকে সম্মান করতে ও ভালোবাসতে হবে। সকল সাংবাদিকই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। শুধু একজনই বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবে বাকিরা বঞ্চিত হবে এটি কাম্য নয়। এমপি বলেন, তার নিজেরও একটি স্থানীয় দৈনিক পত্রিকা আছে। তিনি এমপি হিসেবে নন সাংবাদিক হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটা যেন প্রতিহিংসায় রুপ না নেয় সেদিকে নজর রাখতে হবে। তিনি আরো বলেন, মানুষমাত্রই ভুল করে। তিনিও ভুলের উর্ধে নন। তার ভুল হলে তা শোধরে দেয়ার অনুরোধ করেন। বর্তমান সরকারের আমলে ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেন, তার সরকার ফেনীর মহিপালে দেশের একমাত্র ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ করেছে যা বৃহত্তর নোয়াখালী, ফেনী ও হাইওয়ের যানজট নিরসনে সহায়তা করবে। গত রোবাবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সিভিল সার্জন ডা:হাসান শাহরিয়ার কবির, অভিনেত্রী রোকেয়া প্রাচী। ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সদস্য জাফর সেলিমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আবু তাহের, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এড. হাফেজ আহম্মদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।