বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার গভীর রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার জগন্নাথহাটে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায় তারা দুজন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। জগন্নাথহাট বাজার সংলগ্ন বেষ্ট টেলিকম অ্যান্ড গিফট সেন্টারের সামনে থেকে তাদের পাকড়াও করা হয়। তারা হলো, ডাবুয়া গ্রামের শাহ আলমের পুত্র মো. ইমরান (১৮) ও একই গ্রামের নুরুচ্ছফার পুত্র মোঃ নুরুল আফছার সবুজ (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায়, গত ৩ ফেব্রুয়ারি ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তাদের প্রথম যোগাযোগ হয়। পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য গ্রুপের সাথে তারা যুক্ত হয়। এ সমস্ত গ্রুপের এডমিনদের সাথে তাদের সখ্যতা গড়ে ওঠে এবং তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে। পরে ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান র্যাবের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।