মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ক্ষমতায় থাকাকালে যেসব দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেশটির জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো’কে (এনএবি) নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের বিষয়ে এনএবি কতটুকু ক্ষমতা পাবে তা নবায়ন করতে গিয়ে কোর্ট ওই নির্দেশ দেয় গত শুক্রবার। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে পারভেজ মোশাররফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্তের আবেদন জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইনামুর রশিদ। সেই মামলার বিষয়ে এই নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্টের একটি বেঞ্চ। এ বেঞ্চে রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। আদালতের এই আদেশের ফলে ১৯৯৯ সালে প্রণীত ন্যাশনাল একাউন্টেবলিটি অর্ডিন্যান্স (এনএও)-তে যে অস্পষ্টতা ছিল তা দূর হয়ে গিয়েছে। প্রায় ১৯ বছর আগের ওই অর্ডিন্যান্সের অধীনে কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির তদন্ত করা যাবে কিনা সে বিষয়ে ছিল অস্পষ্টতা। ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।