Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবুজ নগরী গড়তে প্রয়োজন সাহসী মেয়র

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মেয়র আনিসুল হকের অকাল প্রয়াণে শূন্য হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যদিও মেয়র আনিসুলের এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তবু নগরের উন্নয়নের স্বার্থে নতুন নগরপিতাকে বেছে নিতেই হবে ঢাকাবাসীর। মেয়র আনিসুল হক কতটুকু উন্নয়ন করেছেন বা করেননি সেই বিতর্কে না গিয়ে বরং বলতে হয়, রাজনীতির প্রভাব বলয়ের বাইরে গিয়ে জনগণের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তিনি কিছু দৃষ্টান্ত রেখে গেছেন। কম সময় পেলেও পথ দেখিয়ে গেছেন ভবিষ্যতের মেয়রদের জন্য। রাজধানীতে বইতে শুরু করেছে উপনির্বাচনের হাওয়া। সবখানেই চলছে আলোচনা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সম্ভাব্য মেয়র প্রার্থীরাও আটঘাট বেঁধে নির্বাচনি প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছেন।
এরই মধ্যে রাজধানী ঢাকা হারিয়েছে তার বাসযোগ্যতা। যানজট-অপরিকল্পিত নগরায়ন-দূষণ ও অধিক জনসংখ্যার চাপে বিশ্বের সবচেয়ে খারাপ শহরের খেতাব পেয়েছে ঢাকা। কিন্তু আমাদের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন এবং মেয়র আনিসুল হকের কিছু সাহসী পদক্ষেপ আমাদের নতুন করে স্বপ্ন দেখিয়েছে। আমাদের মনে আবারও আশার সঞ্চার হয়েছে যে, আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে এখনো আমাদের নগরীকে তিলোত্তমা নগরীতে পরিণত করা সম্ভব।
তাই যিনি ভবিষ্যত্ নগরপিতা হবেন তার প্রতি আমাদের আশা থাকবে, তিনি যেই দলেরই হোন না কেন, তিনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবুজ নগরী গড়ার ব্যাপারে জোর দেবেন, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তুলবেন। গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। সর্বোপরি ঢাকাকে বসবাসের উপযোগী করে তুলবেন।
আকতার হাবিব,
ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন