Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের অপচেষ্টা কার্যকর ভাবে মোকাবেলা করা হবে : বাজওয়া

করাচি-পেশোয়ার রেলওয়ের দায়িত্ব চীনকে দেয়া হতে পারে

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গত বুধবার কোর কমান্ডার্স কনফারেন্সে বলেছেন, ভারতের যে কোন অভিযানের চেষ্টাকে কার্যকরভাবে মোকাবেলা করা হবে। আইএসপিআর এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সভাপতিত্বে ফোরামে আরও বলা হয় যে, পাকিস্তানের পূর্ব দিকের প্রতিবেশী যেভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে, তা এ অঞ্চলের শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। আইএসপিআর আরও জানিয়েছে যে, সামরিক নেতৃবৃন্দ ভূ-কৌশলগত এবং নিরাপত্তা পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। বিশেষ করে এ অঞ্চলের মার্কিন সংশ্লিষ্ট নীতিগুলো পর্যালোচনা করেছেন তারা। ফোরামে চলমান অপারেশান রাদ্দুল ফাসাদের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। পাকিস্তান এবং এ অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য বছরব্যাপী সন্ত্রাস-বিরোধী তৎপরতার উপর জোর দেয়া হয়। অপর এক খবরে বলা হয়, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত প্রধান রেলপথ আধুনিকায়নের পর এটি দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য এর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কাজটি চীনের কাছে ছেড়ে দেয়া হতে পারে। ৮.২ বিলিয়ন ডলারের এই ‘কৌশলগত প্রকল্প’ দুই পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। পাকিস্তানের বর্তমান রেল প্রশাসন দিয়ে একটি আধুনিক রেলপথ পরিচালনা সম্ভব নয় বলে ধারণা প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন ভাবনাটি এসেছে। এ বিষয়ে দুই পক্ষ একমত হওয়ার পর অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হবে। পাকিস্তান রেলওয়েকে দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য পাবলিক, প্রাইভেট পার্টনারশিসহ বহু ধরনের মডেল বিবেচনা করা হয়। সাউথ এশিয়ান মনিটর।



 

Show all comments
  • তারেক মাহমুদ ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:২৩ এএম says : 1
    আমাদের দেশের শীর্ষ কর্মকর্তারা যদি এমন হতো !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ