নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটেও কোনো কোনো সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। স্পিন সহায়ক উইকেটে দুই ফিঙ্গার স্পিনার হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। বাঁহাতি স্পিনার হেরাথ একাই গুঁড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে। বাংলাদেশের বিপক্ষে বেশ সফলও হেরাথ। ৯ টেস্টে ২৫.১৭ গড়ে তার উইকেট ৪৬টি। চট্টগ্রামে ব্যাটসম্যানদের রান উৎসবের টেস্টে ২৩০ রানে নেন ৫ উইকেট। টেস্টে তার পাঁচ উইকেট আছে ৩৩বার। ১০ উইকেট নয়বার। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ টেস্টে পাঁচ উইকেট আছে অফ স্পিনার দিলরুয়ানের। তবে টার্নিং উইকেটে তাদের ঠিকঠাক সামলাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
ঢাকা টেস্ট শুরুর আগে যা আভাস তাতে ম্যাচ হবে স্পিন সহায়ক উইকেটে। তেমন উইকেট হলেও লঙ্কানদের স্পিন আক্রমণ সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ, ‘হেরাথ খুব অভিজ্ঞ, দিলরুয়ান খুব ভালো মানের বোলার। তাদের তেমন মান আছে বলেই (ব্যাটিং পিচেও) ব্যাটসম্যানদের ভোগান্তি দিতে পেরেছিলেন। আমরা সব বোলারকে একইভাবে দেখছি। কাউকে নিয়ে আলাদা কিছু না। হেরাথ অনেক অভিজ্ঞ, তার চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরাও স্কিলফুল। দিনে দিনে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো হচ্ছে। সেদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় মাঠে আমরা পরিকল্পনাগুলো কিভাবে প্রয়োগ করি।’
তবে উএকট যাই হোক, ঢাকা টেস্টের আগে সতীর্থদের শান্ত থাকতে বলেছেন মাহমুদউল্লাহ। আবেগ নিয়ন্ত্রণ করে মাঠের কাজে মনোযোগ দিতে বলেছেন অধিনায়ক। তিনি না চান না, সহায়ক উইকেট দেখে রোমাঞ্চিত হয়ে এলোমেলো কিছু করে ফেলুক বাংলাদেশের স্পিনাররা, ‘স্পিনারদের জন্য বাড়তি সহায়তা থাকলে আমরা রোমাঞ্চিত হয়ে যাই। আবেগগুলো নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক জায়গায় বল করতে হবে। ব্যাটিংয়ে একটা জুটি যেমন গুরুত্বপূর্ণ, বোলিংয়েও তাই। আপনি যদি চট্টগ্রাম টেস্ট দেখেন, শুরুতে আমরা কয়েকটা সুযোগ তৈরি করেছিলাম। এক-দুইটা রান আউটের সুযোগও ছিল। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ওদের আরও চাপে ফেলা যেত।’
গত কিছু দিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। কিন্তু সিরিজ জেতা হয়নি। সেই ২০১৪ সালে শেষবার কোনো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর আশা, সেই খরা কাটবে এবার, ‘অনেক দিন টেস্ট সিরিজ জেতা হয়নি, এটা ভালো একটা সুযোগ। সব খেলোয়াড়ই ইতিবাচক চিন্তা করছে। ইতিবাচক চিন্তাগুলোই মাঠে কাজে লাগাতে পারলে ফলটা ভালো আসবে।’
২০১৪ সালে জিম্বাবুয়েকে সিরিজের প্রথম দুই টেস্টে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে আসে বাংলাদেশ। সেবার তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে হার এড়াতে পারলে এবার আট নম্বরে উঠার সুযোগ বাংলাদেশের সামনে। তবে মাহমুদউল্লাহ জানান, র্যাঙ্কিংয়ের কথা মাথায় রেখে খেলবেন না তারা, ‘র্যাঙ্কিং নিয়ে অতটা ভাবছি না। প্রথম কথা হচ্ছে, ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়ে আপনার উন্নতি হবে। একটা ম্যাচ জিতলে বাংলাদেশের জয় একটা বাড়বে। সেদিকেই থাকবে আমাদের মনোযোগ।’
র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে। দুই দলেরই রেটিং ৭২ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।