মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অভিবাসন বিষয়ে কঠোর নীতিমালার প্রস্তাবে কংগ্রেস যদি রাজি না হয়, সে ক্ষেত্রে আমেরিকা সরকারের অচলাবস্থাই (শাটডাউন) দেখতে পছন্দ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আইন প্রয়োগ প্যানেলের এক সভায় গত মঙ্গলবার তিনি এমনটাই বলেন। ট্রাম্পের এই কঠোর নীতিমালার অংশ হিসেবে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবে যুক্তরাষ্ট্র। পরে দেশটির তথাকথিত ‘ড্রিমারস’ বা যারা ছোটবেলায় মা-বাবার সঙ্গে অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছে, তাদের বৈধতা দেওয়া হবে। দেশটিতে এ ধরনের অভিবাসীর সংখ্যা ১৮ লাখ। তবে এতে সমর্থন প্রয়োজন হবে বিরোধী ডেমোক্রেটদের। শুরু থেকেই এই দেয়াল তোলা আর অর্থ জোগানের ব্যাপারে বিরোধিতা করে আসছিলেন ডেমোক্রেটরা। কংগ্রেসকে এই ‘ড্রিমার’দের বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে ৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। তবে এ সমর্থন না পেলে যুক্তরাষ্ট্র সরকারকে অচলই দেখতে পছন্দ করবেন বলে জানান তিনি। ট্রাম্প বলেছেন, ‘যদি আমরা এ অবস্থার পরিবর্তন করতে না পারি, তাহলে সরকার বন্ধই হয়ে যাক। আমরা বন্ধ করে দিই এবং এটাই আমাদের দেশের জন্য ভালো হবে।’ সভায় ট্রাম্প আরো বলেন, ‘আমরা যদি আইনটি পরিবর্তন না করি, যদি এই পথগুলো বন্ধ না করি, যেদিক দিয়ে হত্যাকারীরা আমাদের দেশে ঢুকছে আর হত্যা করে চলেছে, যদি না পারি, বন্ধ হয়ে যাক। এই বিষয়টির সমাধান না করা হলে আমি এটা দেখতেই পছন্দ করব।’ বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।