Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক ১

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫০ পিএম

মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. জোবাইদুল ইসলাম মিঠু নামের একজনকে আটক করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক মিঠু বরগুনা জেলার আমতলী উপজেলার সবুজবাগ এলাকার আব্দুল সাত্তার চৌকিদারের ছেলে এবং রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ভেতরে বসে ল্যাপটপ ও মোবাইলের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে এমন সংবাদ আসে জেলা প্রশাসনের কাছে।
এরই পরিপ্রেক্ষিতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে যাত্রীবাহী বাসটি থামিয়ে মিঠুকে আটক করে জেলা প্রশাসন। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই চক্রের সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে তাদের ধরতে কাজ শুরু করেছে জেলা পুলিশ।
তবে আটক মিঠুর দাবি, তিনি শুধুমাত্র ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে টাকার বিনিময়ে পরীক্ষার সাজেশন লেনদেন করতেন।



 

Show all comments
  • রাজীব ঘোষ ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪২ পিএম says : 0
    প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরণের অপরাধ করতে সাহস না পায়।
    Total Reply(1) Reply
    • আলিফ ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:৪২ এএম says : 4
      ঠিক বলেছেন।শাস্তি প্রাপ্য তার

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্ন ফাঁস

২০ নভেম্বর, ২০২১
১৭ আগস্ট, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ