বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতের সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতের ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস ষ্টেশনের অশোভন আচরণ ও অন্যায় দাবীর প্রতিবাদে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের এ কর্ম বিরতির ডাক দিয়েছে বলে জানা গেছে। এর ফলে সহস্রাধিক আমদানিকৃত পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় গত দুই দিনে সরকার প্রায় ৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে এবং বেকার হয়ে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সে দেশের ল্যান্ড কাস্টমস ষ্টেশনের আধিকারিকদের অশোভন আচরণ ও অন্যায় দাবীর প্রতিবাদে তাদের সংগঠনের সকল সদস্যদের সর্ব সম্মতি সিদ্ধান্ত অনুসারে ৫ ফেব্রুয়ারি সোমবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, তারা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমাদের দেশেও কার্যত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তিনি জানান, গত দু’দিনে সরকার প্রায় ৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার রেজাউল হক জানান, ভারতের ব্যবসায়ীদের সাথে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দু ’দন যাবত আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।