পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। এর ফলে শনিবার থেকে বন্ধ হলো এ বন্দরের সকল আমদানী রপ্তানীর কার্যক্রম।
ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক পত্রে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৮ অক্টোবর শনিবার থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সকল আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন। সে কারণে ভোমরাস্থল বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকবে। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এ প্রতিনিধিকে ছুটির বিষয়টি নিশ্চিত করে জানান, আগামি ১৫ অক্টোবর শনিবার থেকে আবারো যথারীতি বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে ।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম সাংবাদিকদের জানান, টানা ৭ দিন বন্ধের কারণে সরকার প্রায় সাড়ে ১০ কোটি টাকার রাজস্ব হারাবে এ বন্দর থেকে। তবে, এ সময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।