Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মৃতির পাতায় যাঁর নাম

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


এ. কে. এম. ফজলুর রহমান মুনশী

স্মৃতির পাতায় যাঁর নাম আজ খুবই দীপ্তিমান,
রেখে গেছেন যিনি, দেশ ও জাতির র্কীতি মহিয়ান।
ইসলামের যিনি ছিলেন অটল, মহীরুহসম প্রাণ,
কুরআন সুন্নাহ মোতবেকই ছিল যার অবদান।
আলেম সমাজের উন্নয়নে যিনি অবিরাম,
দিয়ে গেছেন পথ ও পাথেয়ের সরঞ্জাম।
দেশের জন্য জাতির জন্য বিলিয়েছেন তদবির,
ইসলামী জিন্দেগীর মাঝে উন্নত তাকবীর।
দেশের মানুষকে ভালোবেসে, চলেছেন দিন-রাত,
উদ্যমী, কল্যাণকামী, নীড় হারা আঁখি পাত।
শ্রান্ত, ক্লান্ত হননি কখনো দুর্বার গতিশীল,
দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন চেতনার মঞ্জিল।
তমসার বুকে জ্বালিয়েছেন বাতি, দীপ্ত করোজ্জ্বল,
দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে রশ্মি সমুজ্জ্বল।
পথহারাদের দেখিয়েছেন, জীবনের গতিপথ,
চাঙ্গা হয়ে উঠেছে পুন: ভগ্ন-মনোরম।
আশার আলোর শিখা জ্বলে আজ প্রতিটি ময়দানে,
ধন্য হয়েছে দেশ ও জাতি, যার মহা গুণগানে।
তিনিই মোদের প্রিয়ভাজন, গর্বিত সন্তান,
গুণীজনের শিরোমনি ‘মাওলানা এম এ মান্নান’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন