Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে, নইলে নিবন্ধন বাতিল -ওবায়দুল কাদের

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৫১ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে রাজনৈতিক দল হিসেবে তাদের আর নিবন্ধন থাকবে না।
শনিবার দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা রেল ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনো প্রকার হয়রানি করা হচ্ছে না।
বিএনপি আজ লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির সভা করছে। কেউ তো তাদের বাধা দিচ্ছে না। বিএনপিকে হুমকি-ধমকি দেয়ার তথ্য প্রমাণ দিতে পারলে বা তথ্য প্রমাণ নিয়ে আসলে আমরা ব্যবস্থা নেব।
এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ