Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের ৫ জন আটক

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৫৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে ২০ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আজ রোববার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সদরে মাদকের এ চালানটি আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট কতোয়ালী থানাধীন গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র আবুল কালাম (৪৮), তার স্ত্রী ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহি (২১), ছেলে ইমন আহমেদ (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার শাম্মী (১৮)।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, ওসি চন্দন কুমার চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম, এসআই লিটন দাস, কমলাকান্ত মালাকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আসা একটি জিপগাড়িতে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ