বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে নয়, সেদিন যারা পুলিশের ওপর হামলা করেছে, রাইফেল ভেঙেছে এবং আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির কাউকেই হয়রানি করা হচ্ছে না। সে দিনের ঘটনার ভিডিও ফুটেজ দেখেই জড়িত সন্ত্রাসীদের ধরা হচ্ছে। এর মধ্যে রাজনীতির কিছুই নেই।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের সবার কাছে স্মার্ট ভোটার আইডি কার্ড পৌঁছে গেলে পাসপোর্টের জন্য আর পুলিশ ভেরিভিকেশন প্রয়োজন হবে না।
তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসকে ঢেলে সাজানো হয়েছে। দালাল চক্রকে বিদায় দিয়ে কর্মকর্তারা এখন সুষ্ঠুভাবে নিজেদের কাজ করে যাচ্ছেন।
বিশ্বের ১১৮টা দেশে বাংলাদেশের ই-পাসপোর্ট সেবা চালু করছে সরকার। শিগগিরই বাংলাদেশেও ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলেও জানান মন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।