Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রেন দুর্ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ২:২৭ পিএম

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় একটি মালবাহী ট্রেনের চালক বসির আহম্মেদকে ৪৮) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক, বিভাগীয় টেলিকম কর্মকর্তা আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান।
এদিকে সংঘর্ষে দু'টি ট্রেনের চালক (লোকো মাস্টার) আশিকুর রহমান (৫০) বশির আহম্মেদ (৪৮) আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তদন্ত কমিটি

২১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ