Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলিকপ্টারে নির্বাচনী প্রচারণায় নামছেন এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জাতীয় সংসদের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি হেলিকপ্টারে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি দলের নেতাদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। অতপর হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেবেন। বিকাল ৪টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন হেলিকপ্টারেই। আগামীকাল শুক্রবার ২ ফ্রেব্রুয়ারি সকাল ১১টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর পৌনে ১২ চায় চরখরিচা জামিয়া মাহ্মুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে অবতরণ করবেন। পবিত্র জুম্মা’র নামাজ আদায় করবেন ময়মনসিংহের চরখরিচা জামে মসজিদ। বিকেলে ময়মনসিংহ থেকে ঢাকার ফিরবেন হেলিকপ্টারে। ৩ ফেব্রুয়ারী ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারযোগে সৈয়দপুর যাবেন। সড়কপথে ঠাকুরগাঁও যাবেন। দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে দলের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ৪ ফেব্রুয়ারী দিনাজপুর হয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারযোগে ঢাকায় ফিরবেন। দলের প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ৫ ফেব্রুয়ারী দলের প্রেসিডিয়াম বৈঠক হবে এবং ৬ ফেব্রুয়ারী এ.এস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম শফিকুল ইসলাম জাপায় যোগদান উপলক্ষ্যে বনানীস্থ চেয়ারম্যানের কাযালয়ে যোগদান অনুষ্ঠান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ