Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতে নেয়া হয়েছে গয়েশ্বর, অমিতকে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ৫:৪৮ পিএম

আদালতে নেওয়া হয়েছে মঙ্গলবার গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে তাদের আদালতে নেওয়ার উদ্দেশে বের করা হয়। রমনা থানার ওসি মইনুল ইসলাম আদালতে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষ করে গাড়িতে পুরান ঢাকার বাসায় ফেরার পথে বিএনপি নেতা গয়েশ্বরকে রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করে গোয়েন্দা পুলিশ।

রমনা থানায় দায়ের করা একটি মামলায় গয়েশ্বর ও অমিতকে গ্রেফতার দেখানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গয়েশ্বর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ