গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দুদকের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টে কড়া নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বুধবার সকাল আটটা থেকেই এ নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ জানায়, গতকাল হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজন ভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ বুধবার সকাল থেকেই হাইকোর্টের সামনে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।
এদিকে খুব প্রয়োজন এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরই হাইকোর্টের ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে হাইকোর্টে আসা লোকজনকে।
রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে কারণে পুলিশ বাড়তি নিরাপত্তা নিয়েছে। অন্যদিক সন্দেহভাজন কমপক্ষে ৩০ জনকে আটক করে শাহবাগ থানায় নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।