Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডব্লিউডব্লিউইতে প্রথম আরব নারী

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রথা ভাঙতে ভালোবাসেন শাদিয়া বিসেইসো। তিনি শুধু একজন পেশাদার মার্শাল আর্টস অ্যাথলেটই নন, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রথম আরব নারী তিনি। ৩১ বছর বয়সী এই জর্দানিয়ান নারী ফ্লোরিডায় ডব্লিউডব্লিউইই’র পারফরমেন্স সেন্টারে ইতোমধ্যে প্রশিক্ষণও শুরু করেছেন। শাদিয়ার আশা, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ শেষ কয়েকদিনের মধ্যেই রিংয়ে প্রতিদ্ব›দ্বীকে ধরাশায়ী করবেন তিনি। শাদিয়া ইতোমধ্যেই একজন অভিজ্ঞ পারফরমার। টিভি উপস্থাপক, ভয়েস ওভার আর্টিস্ট ও ইভেন্ট প্রেজেন্টার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৪ সালে মার্শাল আর্টসে যাত্রা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। রেসলিং শো’র জন্য বিখ্যাত ডব্লিউডব্লিউইতে সাধারণত সাজানো ম্যাচের আয়োজন করা হয়ে থাকে, যেখানে পারফরমাররা নির্দিষ্ট একটা চরিত্রে স্ক্রিপ্ট অনুযায়ী পারফর্ম করেন। শাদিয়ার ধারণা রিংয়ে তাকে দেখতে দুই বছর মতো সময় লেগে যেতে পারে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম নারী

১৯ নভেম্বর, ২০২০
২৯ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ