Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতার মধ্যেই কাবুলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাবুলের মিলিটারি একাডেমিতে সোমবারের হামলা ও গত কয়েকদিনের একাধিক আত্মঘাতী হামলায় চলমান সহিংসতার মধ্যে আফগানিস্তান সফরে পৌঁছেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপি জানিয়েছে, কাবুলে মিলিটারি একাডেমিতে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট উইদোদো।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরি এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
গত সপ্তাহে একটি বিলাসবহুল হোটেলে হামলায় বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার পর কাবুল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়। ওই সতর্কতার মধ্যেই গত শনিবার শহরের সিটি সেন্টারের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলা চালায় তালেবান গোষ্ঠী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০৩ জনে পৌঁছেছে। এরপর সোমবার কাবুলের মিলিটারি একাডেমিতে জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত এবং ১৬ জন আহত হওয়ার কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এছাড়া পাঁচ হামলাকারীর মধ্যে চারজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়ে এবং দুইজন আত্মঘাতী ছিল। বাকি একজনকে জীবিত গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে কথিত আমাক নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
কাবুল যাওয়ার আগে দুই দিনের বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ত্যাগ করেন উইদোদো। সূত্র : ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ