Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটার পেজে ট্রাম্পের মন্তব্য ব্যক্তিগত

আমেরিকাই সম্পর্ক নষ্ট হওয়ার জন্য দায়ী : পাক প্রধানমন্ত্রী

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল টুইটার পেজ থেকে ইসলামাবাদের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগ করা হলেও একে ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য হিসেবেই দেখছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্পের ওই মন্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতিফলন হলে তা টুইটার পোস্টেই সীমাবদ্ধ থাকত না। আনুষ্ঠানিকভাবে কাগজে-কলমে লিখে নিজেদের অবস্থান জানাতো ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র আর তাদের মিত্ররা ধারাবাহিক অভিযোগ করে আসছে, আফগান তালেবান ও তাদের মিত্র হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানে ‘নিভৃত আবাস’ গড়ে তোলার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ। খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি তার দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক শীতল হওয়ার জন্য মার্কিন সরকারকে দায়ী করেছেন। তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রায় ১৫ বছর আগে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে ভাটা পড়তে শুরু করে এবং বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছেন তাতে এ সম্পর্ক পুরোপুরি ধসে পড়বে। পাক প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার অর্থনৈতিক সাহায্যের কোনো প্রয়োজন পাকিস্তানের নেই। এতদিন সন্ত্রাস বিরোধী যুদ্ধের জন্য যে অর্থ সহায়তা দেয়া হচ্ছিল তা প্রয়োজনের তুলনায় ছিল অত্যন্ত অপ্রতুল। আফগান সংকট সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শাহিদ খাকান আব্বাসি বলেন, সামরিক উপায়ে আফগান সংকটের সমাধান করা যাবে না বরং সংঘর্ষরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করতে হবে। নতুন বছরের টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে পাকিস্তানে সহায়তা বন্ধের হুমকি দেওয়ার পর ৫ জানুয়ারি নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দেয় ওয়াশিংটন। হাক্কানি নেটওয়ার্ক, তালেবান ও লস্কর-ই-তৈয়বার মতো গোষ্ঠীগুলোকে পাকিস্তান তহবিল যুগিয়ে যাচ্ছে বলে ক্রমাগত অভিযোগ করে যাওয়ার পরও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হয়নি। এবার ট্রাম্পের ঘোষণার পরও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাট্টিস সম্পর্ক টিকিয়ে রাখার কথা জানিয়েছেন। বলেছেন,সহায়তা স্থগিত সাময়িক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে চলবে যুক্তরাষ্ট্র। এবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে শাহিদ খাকান আব্বাসি জানালেন, ট্রাম্পের ওই টুইটকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মনে করছে না পাকিস্তান। সাক্ষাৎকারে আব্বাসি বলেন, ‘আমাদের মতে এটি যদি সরকারি নীতি হতো তবে তা আনুষ্ঠানিকভাবে নথি আকারে পাঠানো হতো কিংবা কোনও বৈঠকের মাধ্যমে জানানো হতো।’ ট্রাম্পের টুইটের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আব্বাসি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন তার সঙ্গে বাস্তবতার মিল নেই।’ পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে বদ্ধপরিকর বলে আবারও দাবি করেছেন তিনি। আব্বাসি বলেন, ‘এক্ষেত্রে দুই পথ নেওয়ার সুযোগ নেই। আমরা মার্কিন বাহিনীকে সহযোগিতা করেছি এবং করে যাব। আফগানিস্তানে যেতে এবং সেখানে লড়াই করতে আমাদের আকাশসীমা দিয়ে যুক্তরাষ্ট্রের ১১ লাখেরও বেশি ফ্লাইট চলাচল হয়েছে। লাখ লাখ টন ওজনের সরঞ্জামাদি ও কার্গো সেখানে যাচ্ছে। এমন একবারও হয়নি যে আমাদেরকে প্রকৃত গোয়েন্দা তথ্য সরবরাহ করা হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।’ আব্বাসি বলেন, দুই দেশের মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকলেও গত ১৫ বছরে তা অবনতির দিকে গেছে। ট্রাম্পের টুইটের পর তাতে নতুন করে প্রভাব পড়েছে। অ্যাবোটাবাদে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে মার্কিন অভিযানের সময় থেকে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয় বলে দাবি করেন তিনি। ওই অভিযানের প্রসঙ্গ টেনে আব্বাসি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব তখন ক্ষুণœ হয়েছে। একে অগ্রহণযোগ্য উল্লেখ করে জনগণ ক্ষোভ জানিয়েছিল। ওসামা যে একজন শীর্ষ তালিকায় থাকা অপরাধী সে ব্যাপারে কারও বিরোধ ছিল না, কিন্তু পাকিস্তানকে ওই অভিযানের ব্যাপারে আগে থেকে জানানো যেতো।’ পাকিস্তান হয়ে আফগানিস্তানে মার্কিন রসদ সরবরাহের সুযোগ অব্যাহত রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আব্বাসি জানান, রসদ সরবরাহের কাজ বাধাগ্রস্ত করা হবে না; কারণ এ রসদ সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের জন্য সহায়ক। তিনি মনে করেন, যুদ্ধ আফগান সংঘাত নিরসনের সমাধান নয়। এর জন্য আলোচনার তাগিদ দিয়েছেন তিনি। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ