Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মেলার চার দিন সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৮, ৭:২২ পিএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চার দিন সময় বৃদ্ধি করা হয়েছে। ৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও আগামী রোববার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে।

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুর রউফ।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় চার দিন বাড়ানো হলো।’

আব্দুর রউফ জানান, ব্যবসায়ীরা মেলার সময় পাঁচ দিন বাড়ানোর আবেদন করেছিলেন।

গত ১ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে মেলার অস্থায়ী মাঠে শুরু হয় ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ