Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পথ বেছে নেব : আব্বাসি

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশ নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো পথ বেছে নিতে দ্বিধা করবে না। দুই প্রতিবেশী দেশ বিশেষ করে ভারতের পক্ষ থেকে মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা প্রসঙ্গে তিনি একথা বলেছেন। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠানরত ৪৮তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে গত বৃহস্পতিবার পাকিস্তানের ঐতিহ্যবাহী ‘প্রাতঃরাশ’ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী আব্বাসি। দর্শক-শ্রোতাদের পক্ষ থেকে আসা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি আপনি হুমকির মুখে পড়েন তখন আপনার সার্বভৌমত্ব রক্ষার চেয়ে বড় কোনো কাজ আর নেই।” পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক লজ্জাজনক টুইটার বার্তাও বিশ্বকে স্মরণ করিয়ে দেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ট্রাম্পের ওই বার্তায় সরেজমিনের বাস্তবতা প্রতিফলিত হয়নি। পরমাণু অস্ত্র সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আগে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু করেনি এবং পাকিস্তানের পরমাণু অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভারতের আগ্রাসী আচরণ মোকাবেলার ক্ষেত্রে পাকিস্তান কী করবে- এমন প্রশ্নের জবাবে শাহীদ খাকান আব্বাসি বলেন, ভারত সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে যার মোকাবেলা করেছে পাকিস্তান। তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুসারে কাশ্মির সমস্যার সমাধানের মধ্যেই ভারতের সঙ্গে চলমান সমস্যার সমাধান রয়েছে। তিনি আবারো বলেন, যদি আপনার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখন আপনার উচিত হবে তা রক্ষার জন্য সব রকমের চেষ্টা করা। এক্সপ্রেস ট্রিবিউন,পার্সটুডে।



 

Show all comments
  • Das ২৭ জানুয়ারি, ২০১৮, ৩:২৩ এএম says : 0
    ১৯৭১ সালেও আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল , এখনো ভারতকে একটু ঘোল খাওয়ানোর জন্য নাটক করে পাকিস্তান বিরোধীতা , পারমাণবিক বোমার সংখ্যাও পাকিস্তানের কাছে বেশি , চীন অন্ধের মতো ভারতবিরোধী ও সৌদি আরব ও গোটা মুসলিম জাহান -তারপরেও পাকিস্তান যদি ভয় পায় -কার কি করার আছে !!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ