Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ৭

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১১:৪৩ এএম

নোয়াখালী জেলা শহরস্থ মাইজদীতে অভিযান চালিয়ে সাত যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে গুলি ভর্তি ১টি কাটা রাইফেল, ১টি পিস্তল, ৫টি চাইনিজ কুড়াল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। বুধবার রাত ১১টার দিকে মাইজদী পৌর বাজার আলুর গুদামের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য কয়েকজন যুবক আলুর গুদামে অবস্থান নেয়। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এসময় পুলিশ সদর সার্কেল, ডিবি ও সুধারাম মডেল থানার পুলিশের সহযোগিতায় অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য সহ ৭জনকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর আহম্মেদ জানান, আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ