Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রেতাসহ আটক ৭ ঝিনাইদহ

প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

জেলা সংবাদদাতা
ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে ছিনতাই ও মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ¥ীপুর গ্রামের রাসেল, একই গ্রামের সাইফুল ইসলাম, বাবু, ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামের আকাশ, শহরের হামদহ খোন্দকার পাড়ার যাকিউল হাবিব, রিজভী আহম্মেদ নিশান, জনি মিয়া ও ইমদাদুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো ঝিনাইদহ র‌্যাব-৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে ঝিনাইদহ র‌্যাবের একটি আভিযানিক দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ¥ীপুর গ্রামে অভিযান চালিয়ে রাসেল, সাইফুল ও বাবুকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়। এদিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সিপিসি-২, ইউনিটের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া হাইস্কুল এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও একটি চাপাতি উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক বিক্রেতাসহ আটক ৭ ঝিনাইদহ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ