Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্তাধীনে পার পেলেন ট্রাম্প

আপাতত ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়েই দেশটিতে সরকারি কাজে অচলাবস্থার অবসান হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ওই বিলটিতে অনুমোদন দেয়ার পরই অবসান হয় তিন দিন ধরে চলা অচলাবস্থার। মার্কিন প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। থেমে থাকা সরকারি কাজ গতকাল মঙ্গলবার থেকে আবার শুরু হয়। বিলটি পাস হওয়ায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। খবরে বলা হয়, শর্তাধীনে আপাতত পার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটরদের দেয়া কিছু শর্তের মধ্য দিয়ে এ অচবলস্থা আপাতত কেটেছে। গত সোমবার রাতে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার পরিচালনার জন্য উত্থাপিত বাজেটেও স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। এর আগে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় গত শনিবার যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার জানিয়েছেন, রিপাবলিকানদের সঙ্গে অভিবাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রেক্ষাপটে সরকার সচলে আমরা প্রস্তাব পাসে ভোট দিতে রাজি হয়েছি। ডেমোক্রেট দলের সিনেটরদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে হাজার হাজার অভিবাসী নিজেদের স্বপ্ন পূরণের আশায় প্রবেশ করেছিল। কিন্তু ট্রাম্পের কঠোর অভিবাসী আইনের কারণে তাদের সেই স্বপ্ন মাটির সাথে মিশে গেছে। তাদের সেই স্বপ্ন কিছুতেই আমরা নষ্ট করে দিতে পারি না। যুক্তরাষ্ট্রের তরুণ অভিবাসীদের বিতাড়িত হওয়া থেকে রক্ষা করতে আইন পাস করতে কাজ করছে ডেমোক্রেটরা। যার কারণেই তারা এই বাজেট পাসে প্রথমে বিরুদ্ধাচরণ করে। তাদের দাবি ছিল, বাজেট পাস করতে হলে আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিবাসন নিয়ে আপস করতে হবে। একইসঙ্গে অভিবাসীদের জন্য ওবামার করা আইন অক্ষুণœ রাখতে হবে। কিন্তু রিপাবলিকানরা উল্টো বলে আসছে, সরকারের অচবলাবস্থা না কাটলে কোনোভাবেই কোনো কিছু নিয়ে সমঝোতা হবে না। তবে শেষ পর্যন্ত আপাতত সরকারের অচলাবস্থা দূর করতে ভোট দিয়েছে ডেমোক্রেট সিনেটররা। তবে সেটার জন্য অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে হবে বলে শর্ত দিয়েছে তারা। হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি ২৬৬-১৫৯ ভোটে পাস হয়। প্রস্তাবটির পক্ষে আগের চেয়ে ৩৬টি ভোট বেশি পড়ে। আর সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়। এর আগে সিনেটে প্রস্তাবটি পাস করতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ডেমোক্রেটদের উপর তার দায় চাপিয়েছেন। ট্রাম্প বলেন, তারা আমাদের জাতীয় নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, শিশু এবং সর্বোপরি আমাদের দেশ নিয়ে রাজনীতি করছেন। আমাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারের সময়ও ২০১৩ সালে সিনেটরদের মতবিরোধে যুক্তরাষ্ট্র সরকারের তহবিল বন্ধ হয়ে গিয়েছিল এবং ১৬ দিন পর্যন্ত ওই অচলাবস্থা ছিল। ওই সময়ে কেন্দ্রীয় সরকারের অনেক কর্মী ছুটি নিতে বাধ্য হয়েছিলেন। সিএনএন, রয়টার্স।



 

Show all comments
  • প্রসেনজিত ২৪ জানুয়ারি, ২০১৮, ৫:৪১ পিএম says : 0
    ট্রাম্প দেশ বিদেশ কারো জন্যই কল্যাণকর নয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ