Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবির ছাত্রী হলে চুরি

শাবি রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:৪৫ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টায় হলের ৪০১ ও ৪০২নং কক্ষে এ ঘটনা ঘটে। এদিকে চুরির ঘটনায় হলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করছেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার এবং প্রক্টর জহির উদ্দিন আহমেদ।
হলের ভুক্তভোগী এক ছাত্রী জানায়, শনিবার ভোর ৫টায় হলের ওই দুই কক্ষে থেকে চারটি ল্যাপটপ ও দুইটি মোবাইল চুরি হয়। হলের তিনতলার ছাদের দরজার গ্রিল কেটে একদল চোর ভেতরে ঢুকে ওই দুই কক্ষের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে নেয়। চুরি শেষে তারা বাইরে থেকে দরজা আটকে দেয়। এসময় পাশের রুমের এক ছাত্রী “চোর চোর” বলে চিৎকার করে। ওই ছাত্রীর চিৎকার শুনে চোরদল ছাদ দিয়ে নেমে পালিয়ে যায়।
হল প্রভোস্ট শরীফা ইয়াসমিন জানান, এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে আমরা একটি তদন্ত কমিটি ও জিডি করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ