বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, ভর্তি হওয়া এ বছরের নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাফুজ নয়ন ও সাধারণ সম্পাদক অদ্বিতীয় দে গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মীমসহ ৯ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বে-সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রিয়াজুল হক (রেজা) জানান, এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সংঘর্ষে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের কোন গ্রুপই দায়ী নয়। বরণ উৎসব নিয়ে হঠাৎ কয়েকজন ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়।এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে ছাত্রলীগ জড়িত নয়।এই ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।