Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানজিব সারোয়ারের দেউলিয়া

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সঙ্গীতশিল্পী তানজিব সারোয়ার ইতিমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা-দর্শকদের মন জয় করেছেন। তার কণ্ঠে আলাদা দরদ রয়েছে। দীর্ঘদিন পর আবার শ্রোতা-দর্শকদের জন্য নতুন গান এবং ভিডিও নিয়ে হাজির হচ্ছেন এই কন্ঠশিল্পী। গানের শিরোনাম ‘দেউলিয়া’। গানটি প্রকাশ করছে ‘ধ্রæব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। গানটি লিখেছেন এবং সুর করেছেন তানজিব নিজেই। মিউজিক করেছেন বিবেক। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হিসেবেও অংশগ্রহণ করেছেন তানজিব সারোয়ার। তার সাথে দেখা যাবে ‘ভিটতারকা’ লুৎফুন নাহার আশাকে। তানজিব বলেন, ‘যেহেতু শ্রোতারা আমার গান পছন্দ করেন, তাই তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। এ কারণেই অনেক যতœ ও সময় নিয়ে এই গানটি করেছি। গানটির ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। গানটির সাথে সামঞ্জস্য রেখে দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে ‘দেউলিয়া’।’ ‘ধ্রæব মিউজিক স্টেশন' (ডিএমএস) জানায়, আজ সন্ধ্যায় তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘দেউলিয়া’। পাশাপাশি শুনতে পাওয়া যাবে, ডিএমএস এর ওয়েবসাইট, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ