Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১০:২৭ এএম

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ঘন কুয়াশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
নিহতদের মধ্যে একজন বাসচালক। তাঁর নাম শেখ শাহিদ (৪৮)। তিনি বগাইল ভাঙ্গা ফরিদপুর এলাকার বাসিন্দা শেখ ফরিদের ছেলে। শাহিদ বনফুল পরিবহনের বাসের চালক ছিলেন। নিহত অপর এক চল্লিশোর্ধ্ব নারীর পরিচয় পাওয়া যায়নি।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন সোমবার সকালে ঘণমাধ্যমকে জানান, রাতে ঢাকা থেকে বনফুল পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকটি।
ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত ২


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ