Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের মাটি কখনো আফগান যুদ্ধের ময়দান হবে না : আসিফ

যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধনীতিতে ইসলামাবাদের সমর্থন ভুল ছিল

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের মাটিকে কখনো আফগান যুদ্ধের ময়দান হতে দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধনীতিতে ইসলামাবাদের সমর্থনকে ‘বড় ভুল’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খাজা আসিফ বলেন, আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যখন আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নিলে পাকিস্তানের মাটিতেই যুদ্ধ শুরু হবে এবং এটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। তবে ইসলামাবাদ কখনো দেশের মাটিকে আফগান যুদ্ধের ময়দান হতে দেবে না। স¤প্রতি এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তোলার পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে। এই ঘোষণাকে অবন্ধুত্বসুলভ আখ্যা দেন আসিফ। ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের প্রশ্নে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা জোটবদ্ধ নই। যে আচরণ (নিরাপত্তা সহযোগিতা স্থগিত) করা হয়েছে, তা কোনও মিত্রদেশের আচরণ হতে পারে না। কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে চারদিক থেকে অবরুদ্ধ আফগানিস্তানে ১৬ বছর ধরে জারি রয়েছে মার্কিন আগ্রাসন। আফগান যুদ্ধে সামরিক সরবরাহ ও সেনা পাঠানোর ক্ষেত্রে পাকিস্তান তাদের অপরিহার্য প্রবেশপথ। সে কারণেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে একটা বড় পরিমাণের নিরাপত্তা ও সামরিক সহায়তা দিয়ে আসছে। নিরাপত্তা সহায়তা স্থগিতের বিপরীতে ওয়াল স্ট্রিট জার্নালের সাক্ষাৎকারে পাকিস্তানের সা¤প্রতিক সন্ত্রাসবাদবিরোধী অভিযানের সফলতার প্রসঙ্গ উল্লেখ করেন খাজা আসিফ। সে সময় আফগান যুদ্ধে ইসলামাবাদের সমর্থনকে ভুল পদক্ষেপ আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। খাজা আসিফ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যখন আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নিলে পাকিস্তানের মাটিতেই যুদ্ধ শুরু হবে।’ তার দাবি সেটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। তবে ইসলামাবাদ কখনও দেশের মাটিকে আফগান যুদ্ধের ময়দান হতে দেবে না। ডন, এক্সপ্রেস ট্রিবিউন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ