পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাগরিক অধিকার ফোরামের ১৩ দফা দাবি
চট্টগ্রাম বন্দরের সকল নিয়োগে স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দেয়ার দাবি জানানো হয়েছে। গতকাল (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে ‘ক্ষতিগ্রস্ত নাগরিক অধিকার ফোরাম’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সদস্য সচিব মোঃ আবদুল মন্নান বলেন, চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠা ও আধুনিকায়নের ফলে বন্দর-ইপিজেড-পতেঙ্গা অঞ্চলের পূর্বপুরুষদের ভিটেমাটি ও স্থানীয় বাসিন্দাদের প্রচুর জমি অধিগ্রহণ করা হয়। ওইসময় কর্তৃপক্ষ আশ্বস্ত করেন যে, বন্দরের সকল নিয়োগে স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার থাকবে। অথচ ক্ষতিগ্রস্ত স্থানীয়রা সবসময় নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত রয়েছে।
সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার ফোরামের পক্ষ থেকে ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের বন্দর ও কাস্টমে সকল প্রকার নিয়োগে এবং ব্যবসা-বাণিজ্যেও অগ্রাধিকার। স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তানদের বন্দরের সকল নিয়োগে কোটার বাইরে অগ্রাধিকার। চট্টগ্রাম বন্দরে নিয়োগের সকল পরীক্ষা চট্টগ্রামেই নিতে হবে এবং নিয়োগে ঘুষ, দুর্নীতি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামের পানিবদ্ধতা নিরসন ও কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় অনতিবিলম্বে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং কাজ শুরু করতে হবে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের বরাদ্দকৃত জমি রেজিস্ট্রেশন দ্রæত সম্পন্ন করতে হবে। ইতোপূর্বে যে সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে তার বিপরীতে ক্ষতিপূরণের টাকা পেতে সকল প্রকার অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রাম বন্দর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয়দের ছেলে-মেয়েদের লেখাপড়ার সুযোগ এবং বন্দর হাসপাতালে চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।
হালিশহর উপকূলে নির্মিতব্য বে-টার্মিনালে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ছেলে-মেয়েদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। লালদিয়ার চর ও তৎসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন ও চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে। আউটার রিং রোড সম্প্রসারণে চরপাড়ায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বন্দর-ইপিজেড-পতেঙ্গা অঞ্চলের স্থানীয়দের জমি অধিগ্রহণ করে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেসব প্রতিষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। বন্দর-ইপিজেড-পতেঙ্গা এলাকায় ভারী যানবাহন ও টেইলার নিয়ম বহির্ভূত চলার কারণে যে যানজট সৃষ্টি হয় তা দ্রæত নিরসন করতে হবে। দুর্ঘটনাপ্রবণ এলাকা সল্টগোলা ক্রসিং, বন্দরটিলা ও কেইপিজেড গেইটের পার্শ্বে ফুটওভার ব্রীজ নির্মাণ করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার ফোরামের আহŸায়ক হারুন অর রশীদ, এসকান্দর মিয়া, হাসান মুরাদ, মোঃ হাসান, সুলতান নাসির উদ্দিন, মোঃ ইলিয়াছ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।