Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিহবা থেকে রক্তপাত

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জিহবা থেকে বিভিন্ন কারণে রক্তপাত হতে পারে। রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে জিহবা থেকে রক্তপাতের কারণ নির্ণয় করতে হবে। সর্বপ্রথম দেখতে হবে রোগীর মুখের অভ্যন্তরে কোন ধারালো দাঁত আছে কিনা। ধারালো দাঁত থাকলে সেটির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জিহŸার উপরিভাগের আবরণের কাছাকাছি কোন ক্ষুদ্র রক্তনালী যদি থাকে তাহলে সেখানে যখন চাপ প্রয়োগ হয়, তখন সে স্থান থেকে রক্ত বের হতে পারে। তবে এটি খুব কম ক্ষেত্রেই হতে পারে। রোগী হিসাবে জিহŸার উপর রক্ত দেখলেই এমন কথা বলা ঠিক হবে না যে, জিহŸা থেকে রক্ত বের হয়েছে। মাড়ি রোগের ক্ষেত্রে লালার সাথে রক্ত মাঝে মাঝে দেখা যেতে পারে।
এন্টি কোয়াগুলেন্ট (যেসব ঔষধ রক্ত জমাট হতে বাধা প্রদান করে) জাতীয় ঔষধ দীর্ঘদিন সেবন করলেও জিহŸা থেকে রক্তপাত হতে পারে। অনেকের রক্ত জমাট বাঁধার রোগ থাকে। সেক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে জিহŸা থেকে রক্ত বের হতে পারে। জিহŸা থেকে রক্ত বের হলে দেখতে হবে রোগীর দাঁত কামড়ানোর অভ্যাস আছে কিনা। অনেক সময় দেখা যায় কারো কারো ধাতব পিন বা এ জাতীয় কোন কিছু চোষা বা কামড়ানোর অভ্যাস রয়েছে, সেক্ষেত্রে জিহŸা থেকে রক্তপাত হতে পারে। জিহŸার ক্রমাগত আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। যথাযথ চিকিৎসার অভাবে এক্ষেত্রে জিহŸা থেকে রক্ত বের হতে পারে। আমাদের দেশে জিহŸায় ছত্রাক সংক্রমণ একটি অতি পরিচিত সমস্যা। জিহŸায় ছত্রাক বা ফাংগাস সংক্রমণের ক্ষেত্রে জিহŸা থেকে রক্ত বের হতে পারে। জিহŸায় ছত্রাক সংক্রমণের চিকিৎসা বেশির ভাগ ক্ষেত্রেই যথার্থ হয় না বিধায় সংক্রমণ বার বার দেখা যায়। এছাড়া অনেক সময় মুখস্থ একই মলম বার বার জিহŸায় প্রয়োগ করার কারণে সহজে রোগ ভাল হয় না। বরং নানাবিধ জটিলতার সৃষ্টি হতে থাকে। অনেকের জিহŸায় বা মুখে মিশ্র সংক্রমণ থাকার কারণে রোগটি জটিল আকার ধারণ করে। তাই এসব রোগের ক্ষেত্রে যথাসময়ে সুচিকিৎসা গ্রহণ করতে হবে। তা না হলে জিহŸায় রক্তপাত থেকে শুরু করে যে কোন ধরনের জটিল পরিস্থির উদ্ভব হতে পারে।

ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল: ০১৮১৭-৫২১৮৯৭



 

Show all comments
  • Md Romjan Ali Khan ২০ জানুয়ারি, ২০২২, ১০:৫৩ পিএম says : 0
    আমার মেয়ে তিন বছর ছয় মাস বয়সী,সিড়ি থেকে পরে একটু জিহ্বা কেটে গেছে।এখন শুকানোর জন্য কি করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন