Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাথুরু না থাকার ‘লাভ’ দেখছেন হ্যালসলও

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ধীরে ধীরে পরিধি বাড়ছে বাংলাদেশ দলের ক্যাম্প। মাশরাফি বিন মর্তুজাকে দিয়ে পূর্ণতা পেয়েছে ক্রিকেটারদের ৩২, বাড়তি একজন হয়ে নতুন সংযোজন নুরুল হাসান সোহানের। সবমিলিয়ে ৩৩ জনকে নিয়ে ভালোই এগুচ্ছে টাইগারদের প্রস্তুতি। কিছুটা ঘাটতি ছিল কোচিং স্টাফে, সেটিও পেতে যাচ্ছে পূর্ণতা। গতকালই যোগ দিয়েছেন রিচার্ড হ্যালসল এবং সুনিল যোশি। আগামীকালের মধ্যে এসে যাবেন কোর্টনি ওয়লশও। তবে গতকাল ক্যাম্পের সকল আলো নিজের দিকেই টেনে নিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ হ্যালসল। তবে তারচেয়ে বেশি বুঝি একটি শব্দই সকলের মুখে মুখে- ‘দায়িত্ব’।
বোলিং শেষ করে একাডেমি মাঠ থেকে বের হচ্ছিলেন মাশরাফি। ঠিক একই সময় মাঠে ঢুকছিলেন হ্যালসল। ওয়ানডে অধিনায়ক এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘খবর কি?’ হ্যালসলের উল্টো জিজ্ঞাসা, ‘হাঁটুর কি অবস্থা?’ ‘ভালো’ জেনে আশ্বস্ত হয়ে সহকারী কোচ বললেন, ‘দায়িত্ব নিতে হবে অনেক।’ গত ক’দিন ধরে এই ‘দায়িত্ব’ শব্দটিই সবচেয়ে বেশি ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে। দায়িত্ব কতটা বেশি, সেটি বোঝাতে গিয়ে দুই অধিনায়ক সাকিব ও মাশরাফিকে ‘কোচ’ বলেই ঘোষণা দিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান।
তার কণ্ঠেই যেন কণ্ঠ মেলালেন হ্যালসলও। চন্ডিকা হাতুরুসিংহে আচমকা চলে যাওয়ায় ক্ষতি কম-বেশির হিসাব কষছেন অনেকে। কিন্তু চন্ডিকার খুব ঘনিষ্ঠ ছিলেন যিনি, সেই সহকারী কোচ উল্টো দেখিয়ে দিলেন লাভের ভাগটুকু, ‘আমার মনে হয়, হাতুরু চলে যাওয়ার মূল কারণ সে এই মুহূর্তে এই ক্রিকেটারদের মধ্যে খুব বেশি কিছু যোগ করতে পারত না। আমার মতে তাই ক্রিকেটাররা এখন দারুণ জায়গায় আছে। তার (হাতুরু) চাকরি না থাকা ওদের আরও বেশি করে ভাবার ও আরও বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ দেবে।’ হ্যালসলের মতে, সিনিয়র ক্রিকেটাররাই এই দলের প্রাণ, ‘বাংলাদেশের ভাগ্য খুবই ভালো যে দলটির দুর্দান্ত সব সিনিয়র ক্রিকেটার আছে। দুই অধিনায়ক মাশরাফি ও সাকিবের সঙ্গে মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিম আছেন। ওরা এখন আরও বেশি সম্পৃক্ত হতে পারবে। বয়স বাড়লে লোকে আরও বেশি দায়িত্বশীল হয়, সেটি রোমাঞ্চকর। এই দলের জন্য সামনের সময়টুকুও দারুণ রোমাঞ্চকর পদক্ষেপ।’
এই রোমাঞ্চকর অভিযানে বড় দায়িত্ব থাকবে হ্যালসলেরও। মূল কোচ না থাকলে আপতকালিন দায়িত্ব অনেক সময় সহকারী কোচকেই দেওয়া হয়। আনুষ্ঠানিক ভাবে সেই ভার হ্যালসল পাননি, তবে দায়িত্বের পরিধি থাকবে একইরকম। বিসিবি প্রধান জানিয়ে দিয়েছেন হ্যালসল ও টেকনিক্যাল ডিরেক্টরের পদবী পাওয়া খালেদ মাহমুদ মিলে দেখভাল করবেন দলের। হ্যালসল অবশ্য এই দায়িত্বকে আগের চেয়ে খুব বেশি আলাদা করে দেখছেন না, ‘আমার মনে হয় না আগের চেয়ে কাজ খুব একটা আলাদা। কোচিংয়ের দিকটি আমি দেখি, সবসময় সেটিই করে আসছি। এবারও সেটিই করব। সাপোর্ট স্টাফের কাজ হলো ক্রিকেটারদের ম্যাচ জয়ের জন্য সম্ভব সেরা ভাবে প্রস্তুত করে তোলা। নামের পাশে তাই পদবী যেটিই থাকুক, কাজ বদলাচ্ছে না। সবার চাওয়া বাংলাদেশ যেন ম্যাচ জেতে। যেন প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও রোমাঞ্চকর ক্রিকেট খেলে। আমি যে কোনো ভাবে সাহায্য করতে পারি, সেটিই আমার কাজ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ