Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই জোন্সের স্মরণাপন্ন হাতুরু

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটীয় দিক থেকে সময়টা খুবই খারাপ যাচ্ছে শ্রীলঙ্কার। ২০১৭ সাল দলটির জন্য ছিল সা¤প্রতিককালের সবচেয়ে বাজে সময়। নতুন বছর, অর্থাৎ ২০১৮ সালে দলটির প্রথম চ্যালেঞ্জই বাংলাদেশ সফর। আর এই সফরে ভালো করতে দেশটির ক্রিকেট বোর্ড বগলদাবা করেছে বাংলাদেশেরই সর্বশেষ কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে। চুক্তি অপূর্ণ রেখেই নিজ দেশের কোচ হয়ে যোগ দেওয়া এই শ্রীলঙ্কান গেলপরশু হয়েছিলেন সংবাদমাধ্যমের মুখোমুখি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে বাংলাদেশ সফরকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যা দেন হাতুরু, ‘আমি আবার বাংলাদেশে যাচ্ছি। এটি অনেক আগ্রহের জন্ম দিচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। অন্যদিকে বাংলাদেশ দুই বছর ধরে ঘরের মাঠে শক্তিশালী। আমাদের জন্য সফরটা বিশাল চ্যালেঞ্জ।’
শ্রীলঙ্কার টানা ব্যর্থতার কারণগুলো খুঁজতে এখনও মরিয়া অভিজ্ঞ এই কোচ, ‘কয়েকটা জিনিস আমরা ঠিক করছি না। যার কারণে আজ এই অবস্থা। আমাদের স্কিল আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা বিশ্বের শীর্ষ পাঁচে ওঠার যোগ্যতা রাখে। যদি তারা প্রতিভার ঠিক ব্যবহার না করে, তাহলে বুঝতে হবে ভুল কিছু হচ্ছে।’
সা¤প্রতিক সময়ে মাঠের ব্যর্থতার পাশাপাশি ক্রিকেটারদের শৃঙ্খলার অভাব ছিল আলোচনায়। তবে হাথুরুসিংহে জানালেন, সামনে আর ঘটবে না এমন ঘটনা, ‘সামনে এসব আর ঘটবে না। কেউ যদি অনুশীলনের সময় গান শুনতে চায়, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যেতে পারে। আগে কী ঘটেছে সেটা আমি বলতে পারি না। আমি সবাইকে বলেছি অনুশীলনই সফলতার চাবি। আমরা ভালোভাবে প্রস্তুতি নিলে ভাল কিছু করার সুযোগ পাবো।’
তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশকে নাস্তানাবুদ করতে একজন মনোবিদেরও শরণাপন্ন হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা! তিনি কে জানেন? সেই ফিল জোন্স। যাকে এই হাতুরুসিংহেই বাংলাদেশ দলের জন্য এনেছিলেন। মানসিক অবস্থা পরীক্ষা করতে খেলোয়াড়দের এক সেট প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়েছে- এটি জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রশ্নগুলো আমার তৈরি নয়। ৪০টির মতো প্রশ্ন আছে। মনোবিদ এগুলো তৈরি করেছেন। চার বছর ধরে তার সঙ্গে আমি কাজ করছি। বছরে তাকে চারবার আনার পরিকল্পনা আছে। এই প্রশ্নগুলো দিয়ে খেলোয়াড়দের বোঝা আমার জন্য সহজ হবে।’
আগামী মাসের ১৩ তারিখে বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের সাথে একটি ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের পর টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট এবং দুটি টি-টোয়েন্টির সিরিজও খেলবে লঙ্কানরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ