Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমার ট্রেইলর দেখিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশনকে আশ্বস্থ করতে হলো নিরবকে

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 বিনোদন রিপোর্ট: মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে আটক হয়েছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। চিত্রনায়ক নিরব বলেছেন, ওই ঘটনায় বাংলাদেশের সুনাম ক্ষুণè হলো। বাংলাদেশ নাইটস নামে একটি অনুষ্ঠানে অংশ নেওয়া একঝাঁক তারকার সঙ্গে নিরবও ছিলেন। তবে অনন্য মামুনের মানব পাচারের ঘটনায় তারা বেশ বিপাকে পড়েন। মালয়েশিয়ান ইমিগ্রেশনে তাদের অনেক কৈফিয়ত দিতে হয়। এতে বাংলাদেশের শোবিজের মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে পড়ে। নিরব বলেন, অনেকদিন পর মালয়েশিয়া যাই। সঙ্গে ইমনও (মডেল ও চিত্রনায়ক) ছিল। দুজনে বেশ আনন্দ করি, মজা করি। সেখানে অনুষ্ঠান শেষে জানতে পারি মামুন আটক হয়েছেন। তিনি আরো জানান, অনন্য মামুনের ঘটনা, সঙ্গে আরো ৫৭ জন আটকের পর কুয়ালালামপুরে বিমানবন্দরের ইমিগ্রেশনে যেতেই ভয় পাচ্ছিলেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তিনি মোবাইল ফোনে থাকা নিজের অভিনীত চলচ্চিত্রের ট্রেলার দেখান। এরপরই ইমিগ্রেশনের কর্মকর্তারা বেশ সম্মান দেখান তাঁর প্রতি। নিরব বলেন, ভবিষ্যতে শিল্পীরা এটার জন্য অসম্মানিত বোধ করবে। বিদেশে যাওয়ার সময় যাচাই-বাছাই হবে। এতে হেনস্তার শিকার হতে পারেন শিল্পীরা। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারসংলগ্ন ওয়াসমা এমসিআই হলে বিনোদন সংস্থা সিনেমাটিকের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ নাইটস। সেখানে যোগ দিতে চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত¡াবধানে ২২ ডিসেম্বর রাতে মালয়েশিয়ায় যান বাংলাদেশের একঝাঁক তারকা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচ এম রানা, ইউছুফ ও ব্যান্ড চিরকুট। গানের সঙ্গে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক ইমন, নিরব, চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা, আমান ও মিষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও প্রবাসী সাংস্কৃতিককর্মী আরুণিমা। অভিযোগ উঠেছে, এই শিল্পীদলের সঙ্গেই আরো ৫৭ জনকে পাচার করেন অনন্য মামুন। যঁদের সবাইকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ