পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেডে প্রতি কেজি দেড় টাকা দরে মাত্র ১২০ টাকায় মাইকিং করে বিক্রি হচ্ছে আলুর বস্তা। গরুর খাদ্য হিসেবে এভাবেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে আলু বিক্রির করা হচ্ছে। ৮৫ কেজি ওজনের এক বস্তা আলু বিক্রি করা হচ্ছে মাত্র ১২০ টাকায়।
আক্কেলপুর বাজারে আগাম জাতের নতুন আলু উঠতে শুরু করেছে। আক্কেলপুর কলেজ বাজারে খুচরা বাজারে এখন লাল রঙের নতুন (পাকরি) আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে। আর সাদা রঙের আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। হিমাগারের পুরোনো আলু বিক্রি করা হচ্ছে কেজি প্রতি দেড় টাকায়। নতুন আলুর বাজারে হিমাগারের আলুর কদর নেই। বাজারে হিমাগারে রাখা আলুর দাম কম হওয়ায় ব্যবসায়ী ও কৃষকেরা হিমাগার থেকে আলু তুলছেন না। হিমাগারে এক বস্তা আলু রাখার খরচের টাকা আলু বর্তমান বাজারের চেয়ে বহুগণ বেশী হওয়ায় কেউ আলু তুলছেন না। আবার কেউ হিমাগারের ভাড়া পরিশোধ করার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র গো-খাদ্য হিসাবে ব্যবহার করা ছাড়া অন্য কেউ আলু কিনতে আগ্রহী হচ্ছে না। ফলে হিমাগার ও ব্যবসায়ীরা আলু রেখে পথে বসেছে।
গোপীনাথপুর হিমাগার লিমিটেডের ম্যানেজার হাতেম আলী মন্ডল বলেন, গোপীনাথপুর হিমাগারে ব্যবসায়ী ও কৃষকের আলুর মধ্যে ৯ হাজার বস্তা আলু আর ব্যবসায়ী ও কৃষকেরা নিতে আসেনি। আলুর বাজারে হঠাৎ করে ধস নামায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। হিমাগারে রাখা ১২ জন আলু ব্যবসায়ী ও ১ হাজার কৃষকের ৯ হাজার বস্তা আলু ছিল। বাজারে দাম কম হওয়ায় তারা আর আলু নিতে হিমাগারে আসেনি। নতুন আলু হিমাগারে রাখার জন্য হিমাগার খালি করতে হিমাগারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সব আলু ১২০ টাকা বস্তায় সব বিক্রি করা হচ্ছে। এতে অনেক টাকা আমাদের লোকসান হচ্ছে।
গোপীনাথপুর এলাকার মানিক সরকার নামে এক কৃষক বলেন, বর্তমান আলুর বাজারের যে অবস্থা তাতে হিমাগার থেকে আলু উঠিয়ে গাড়ি ভাড়া ও হিমাগার ভাড়ার টাকায় হবে না। তাই আমি হিমাগার থেকে আলু উঠায় নি। এবারও নতুন আলুর বাজারের যে অবস্থা তাতে আবারও লোকসানের আশঙ্কা করছে। এদিকে আলু বিক্রি করে হিমারের ভাড়া পরিশোধ না করতে পারায় অনেক চাষি পালিয়ে বেড়াচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।