Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুর পর ২ লাখ টাকা পাবে কৃষক পরিবার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নতুন বছরে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে সাংবাদিকদের সামনে তিনি নতুন এ প্রকল্পের তথ্য জানান। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ৭২ লাখ কৃষক এবং ক্ষেতমজুর রয়েছে। তাদের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্প নেয়া হয়েছে। ওই প্রকল্পের নাম ‘কৃষক বন্ধু’। এ প্রকল্প কৃষকদের চাষাবাদে সহায়তার পাশাপাশি কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণও দেবে। মমতা জানান, ওই প্রকল্পে ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষক মারা গেলে ২ লাখ টাকা পাবে তার পরিবার। এবিপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২ লাখ টাকা পাবে কৃষক পরিবার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ