Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অব্যবস্থাপনায় পদদলন : পুলিশের তদন্ত প্রতিবেদিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অব্যবস্থাপনার কারণেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলনের ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে এমন মন্তব্য করেছে। এককভাবে কাউকে দায়ী না করে এ জন্য আয়োজকদের অব্যবস্থাপনা, রীমা কনভেনশন সেন্টারের নির্মাণ ক্রটি, পুলিশ-স্বেচ্ছাসেবকদের অবহেলাকে দায়ী করা হয়।
গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিবেদনটি সিএমপি কমিশনারের কার্যালয়ে জমা হবে বলে সন্ধ্যায় জানান কমিটির প্রধান সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন। প্রতিবেদনে প্রবেশপথের ক্রটি না সারানো পর্যন্ত রীমা কনভেনশন সেণ্টারের কার্যক্রম বন্ধ রাখাসহ কয়েক দফা সুপারিশ করা হয়েছে। ১৮ ডিসেম্বর সেখানে পদদলিত হয়ে দশজনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ