Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বেগ-উৎকণ্ঠা ওয়ার্ডে ওয়ার্ডে

রংপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র ১টি রাত বাকি। আগামীকাল বৃহস্পতিবার কাঙ্খিত রংপুর সিটি কর্পোরেশনের ২য় নির্বাচন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থীদের মাঝে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। এই উৎকণ্ঠা তৈরি হচ্ছে মূলত নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী কাউন্সিলর প্রার্থীদের কর্মী/সমর্থকদের কারণে। মেয়র প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা না ঘটলেও কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটছে। ইতিমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী ছুরিকাঘাতে আহত হয়ে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজন কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে। সোমবার রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী/সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও মহড়ার ঘটেছে। সেখানে গুলি করারও অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে গভীর রাত পর্যন্ত দুই পক্ষই থানা ঘেরাও করে রাখে। বিভিন্ন স্থানে কাউন্সিলর প্রার্থীদের কর্মী/সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেয়ার বিশদ অভিযোগ উঠেছে। অস্ত্রের মহড়া দেখানোর অভিযোগ উঠেছে। অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন পরস্পর। তবে এ বিষয়ে ভোটারদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।
এছাড়া বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব কারনে ভোট নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা তৈরী হয়েছে। এবার ১’[শ ৯৩ কেন্দ্রে ভোট নেয়া হবে। তার মধ্যে ১’শ ২৮ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনকে এসব কেন্দ্রে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন
নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ২’শ ৭৬ জন প্রার্থী। এসব প্রার্থীদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আর এ কারণে কর্মী/সমর্থকদের মাঝে বরাবরই উত্তেজনার সৃষ্টি হয়ে চলেছে। ভোটের দিন ছাড়াও ভোটের পরবর্তী সময় নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচন পরিচালনায় জড়িত কর্মকর্তারা বলছেন, ভোট নিয়ে আশঙ্কার কারণ নেই, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্র ও নিকটবর্তী এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ