Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত ১০

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ৫:৫৪ পিএম | আপডেট : ৮:২৬ পিএম, ১৮ ডিসেম্বর, ২০১৭

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে দশ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সোমবার দুপুরে নগরীর জামালখান মোড়ে রীমা কনভেনশন হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কনভেনশন সেন্টার কর্তৃপক্ষ ও সেখানে শৃঙ্খলায় দায়িত্বরতদের অবহেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মেজবানে অংশ নিতে কয়েক হাজার মানুষ কনভেনশন সেন্টারের সামনে জড়ো হলেও প্রধান ফটক বন্ধ থাকে। বেলা সোয়া একটার পর মানুষের চাপে ও ধাক্কায় হঠাৎ গেইট খুলে যায়। গেইট থেকে কনভেনশন সেন্টার পর্যন্ত যাওয়ার সড়কটি ঢালু হওয়ায় প্রচণ্ড ভিড়ের চাপে লোকজন হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। তাদের উপর দিয়ে লোকজন চলে যাওয়ায় এ পদদলনের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পদপিষ্ট হয়ে আহতদের হাসপাতালে নেয়ার পর বিকেল পর্যন্ত সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে মহিউদ্দিন চৌধুরী জ্যেষ্ঠ পুত্র ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আওয়ামী লীগের নেতারা সেখানে ছুটে যান। তারা নিহতের স্বজনদের সান্ত্বনা দেন এবং আহতদের সমবেদনা জানান। আওয়ামী লীগ নেতারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নগরীর ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের ব্যবস্থা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য আয়োজন ছিল এ রীমা কনভেনশন সেন্টারে। হতাহতদের মধ্যে সবাই সনাতন ধর্মাবলম্বী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ