Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাল নোট বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় বাংলাদেশ ও ভারতের

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাল নোট বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত জাল নোট সংক্রান্ত যৌথ টাস্কফোর্স। জাল নোটের উৎস চিহ্নিত করা এবং জাল নোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে কাজ করতে দুই দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন। গতকাল রোববার পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত টাস্কফোর্সের ৩ দিনব্যাপী সভার প্রথম দিনে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। সভার উদ্বোধনী বক্তব্যে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। এর ফলে জঙ্গি দমন, জালনোট রোধসহ আন্তঃদেশীয় অপরাধ দমন সহজ হয়েছে। এ সহযোগিতা বিদ্যমান থাকলে উভয় দেশ উপকৃত হবে এবং ভবিষ্যতেও বিভিন্ন ধরনের অপরাধ মোকাবেলা সহজতর হবে বলেও মন্তব্য করেন তিনি। সভায় উভয় দেশের ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর আগে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা আইজিপি এ কে এম শহীদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে জাল নোট বন্ধের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ