গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আব্দুল্লাহ ডাকাত দলের সদস্য।
আজ বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেস মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও দুই পুলিশ সদস্য। তাদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মিজানুর রহমান জানান, তেজগাঁও শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।