Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেড়েছে কর দেয়ার প্রবণতা

সর্বোচ্চ মূসকদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মুহিত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আমাদের দেশে রাজস্ব কম, চাহিদা বেশি। সে অপবাদ এখনো আছে। কিন্তু রাজস্ব কম দেওয়ার অপবাদে পরিবর্তন আসছে। সরকার চালাতে যে রসদের প্রয়োজন হয় তা সরবরাহ করে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। তাদের আজ আমরা সম্মানিত করছি। তিনি বরেণ, যারা আয়কর দিতেন তাদের সংখ্যা ১৪ লাখ ছিল। সেটা এখন ৩০ লাখের কাছাকাছি হয়েছে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁও নির্মাণাধীন রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন এবং ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারমান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই‘র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. রেজাউল হাসান।
অর্থমন্ত্রী আরও বলেন, সবচেয়ে খুশির বিষয় হলো যারা এখন নতুন কর দিচ্ছেন তাদের বেশির ভাগের বয়স ৪০ বছরের নিচে। অর্থাৎ আমাদের দেশের যুব সমাজ মনে করে রাষ্ট্র তাদের জন্য কিছু করছে। সুতরাং রাষ্ট্রের জন্য কিছু করা উচিত। রাষ্ট্রের এসব কাজ বর্ধনের জন্যে তারা রাষ্ট্রকে সাহায্য করতে এগিয়ে আসছেন। এসব যুব সমাজকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, আমাদের দেশে তরুণ সমাজই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশকে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের একটি শ্রেষ্ঠ দেশ বলে অভিহিত করি। সেখানেও দেখি নেতৃত্বের আসনে বসে আছে সব যুব সমাজের প্রতিনিধিরা। তাদের হাতে দেশের ভবিষ্যত। তাদের হাতে দেশের ভবিষ্যত আরো উজ্জল হবে সেটাই আশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ভ্যাট ট্যাক্সের মাধ্যমে অর্জিত করের কারণেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হচ্ছে। আর নিজেদের টাকায় পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলেই বিদেশে বাংলাদেশের এতো সম্মান দেওয়া হয়। অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেন, ইসিআর ব্যবহারে ব্যবসায়ীদের অনেক প্রশিক্ষণ দেয়া হলেও এখনো তারা এর পুরো ব্যবহার সম্পর্কে সচেতন নয়। তাই ব্যবসায়ীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ২০২১ সালে মধ্যেম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের রুপরেখা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে নিজস্ব অর্থায়ণে আমরা পদ্ম সেতু করছি, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ মেট্রোরেল ও যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ণ হচ্ছে। এ সময় তিনি জানান, বিগত বছরের রেজিস্ট্রারকৃত ভ্যাট প্রদানকারীর সংখ্যা ছিল ৩২ হাজার, সেখান থেকে ৬০ হাজারে উন্নতি হয়েছে।
অনুষ্ঠানে গত অর্থ বছরে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৪৯ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলা পর্যায়ে ১৪০টি ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। জাতীয় পর্যায়ের ৯ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- নরসিংদী গ্যাস ফিল্ড, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, এস সি জনসন প্রাইভেট লিমিটেড, ইউনিমার্ট লিমিটেড, প্রিন্স বাজার লিমিটেড, ফাইবার এট হোম লিমিটেড, ওয়ার্ল্ড ওয়ান এভিয়েশন লিমিটেড ও মের্সার্স ব্যুরো ভেরিতাস লিমিটেড। এছাড়াও অনুষ্ঠানে দেশের মানুষকে ভ্যাট দিতে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং প্রিন্ট, টিভি, অনলাইন ও রেডিও-এর ১৫ জন প্রতিবেদককেও সম্মাননা দেওয়া হয়।
ভ্যাট দিবসের র‌্যালী : ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ এ সেøাগান নিয়ে দেশব্যাপী পালিত হয়েছে জাতীয় ভ্যাট বা মূসক দিবস। বৃষ্টিস্নাত দিনে সপ্তম জাতীয় ভ্যাট দিবসে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ছিল উৎসবের আমেজ। বরাবরের মতো গতকালও বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী, চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতশিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের তারকাদের উপস্থিতিতে এ উৎসব ছিল রঙিন।
গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান শোভাযাত্রাটি উদ্বোধন করেন। শোভাযাত্রায় অংশ নেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী শাওন ও নাট্য অভিনেতা মীর সাব্বিরসহ আরো অনেক তারকা। শোভাযাত্রায় সেøাগান সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও ছাতা নিয়ে ভ্যাট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশ নেয়। এ ছাড়া শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, স্কাউট, আনসার-ভিডিপির একটি বাদক দলও অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে মো. নজিবুর রহমান বলেন, ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য হলো, সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে ভ্যাট দিতে জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করার পাশাপাশি ভ্যাটকে জনগণের কাছে সহজবোধ্য করা। এর মাধ্যমে ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে করদাতাদের সুসম্পর্ক স্থাপন ও রাজস্ব আহরণ বাড়বে। মূল্য সংযোজন করকে (মূসক বা ভ্যাট) অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে প্রতি বছর দিবসটি উদযাপিত হয়। ভ্যাট দিবসের পাশাপাশি ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর।
যশোর ব্যুরো জানায় : জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে যশোর কাস্টমস দপ্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শওকত হোসেন বেলুুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল অডিটরিয়মে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ