Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইস্তাম্বুলে আকাশচুম্বী ভবনের উপর থেকে নীচ পর্যন্ত জ্বলছে আগুন, ভয়ঙ্কর দৃশ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৫:৩০ পিএম

আকাশচুম্বী ভবনের উপর থেকে নীচ পর্যন্ত জ্বলছে আগুন। রাতের আকাশ ঢেকে দিয়েছে কালো ধোঁয়া। রবিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল তুরস্কের ইস্তানবুল শহর। দমকলের অনেকগুলো গাড়ি আনার পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। আগুন লাগার পর ওই আবাসনের সকলকেই নিরাপদে নীচে নামানো সম্ভব হয়েছে।
কী কারণে আগুন লেগেছে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে বহুতলটিতে আগুন লাগার একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ প্রার্থনা করে লেখেন, ‘সবাই যেন সুস্থ থাকে’। কেউ আতঙ্কে লেখেন, ‘জানি না, কীভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসবে’।
সপ্তাহখানেক আগেও ইস্তানবুলের আরও একটি বহুতল আবাসনে আগুন লেগেছিল। সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। শহরে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় চিন্তিত প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ