Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবেশী ও অন্যদের সাথে সংযম দেখাতে সউদী আরবের প্রতি টিলারসনের আহবান

ডিজিটাল জার্নাল : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন শীর্ষ ক‚টনীতিক প্রতিবেশী ইয়েমেন, কাতার ও অন্যান্য প্রতিবেশীদের প্রতি আচরণে সংযম প্রদর্শনের জন্য সউদী আরবের প্রতি আহবান জানিয়েছেন। সউদী আরবের ক্ষমতাশালী যুবরাজ দেশে ও বিদেশে শক্তি প্রয়োগ করার প্রেক্ষিতে তিনি এ সৌজন্যময় চাপ সৃষ্টি করলেন।
ফ্রান্সে এক সংক্ষিপ্ত সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সউদী আরবের অভ্যন্তরে সাম্প্র্রতিক পদক্ষেপ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে আচরণের মধ্যে একটি পার্থক্য রেখা টানেন।
তিনি সউদী আরবের অভ্যন্তরীণ সংস্কারের প্রতি যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ সমর্থন ঘোষণা করেন যার মধ্যে রয়েছে ২ শতাধিক ক্ষমতাশালী শাহজাদা, বর্তমান ও সাবেক মন্ত্রী, সরকারী কর্মকর্তা , ব্যবসায়ী ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুবরাজ মোহাম্মদ সালমানের দুর্নীতি দমন অভিযান ও তাদের গেফতার। বিরোধীরা এ অভিযানকে ক্ষমতা কুক্ষিগত করার পদক্ষেপ হিসেবে দেখছেন। টিলারসন আন্তর্জাতিক ক্ষেত্রে সউদী সংযমকে উৎসাহিত করেন।
টিলারসন বলেন, যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে কাতারের সাথে সউদী আরবের সম্পর্ক,ইয়েমেনে তাদের অভিযান ও লেবানন পরিস্থিতির প্রেক্ষিতে আমরা তাদের কিছুটা মাপা ও কিছুটা সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের জন্য উৎসাহিত করেছি। আমি মনে করি তারা এটা পূর্ণ ভাবে বিবেচনা করবেন।
সউদী আরব বিশ^ পর্যায়ে নিজেকে বিস্তৃত করছে বলে টিলারসনের মন্তব্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান এ ধারণারই ইঙ্গিত পাওয়া গেল। এ সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট ট্রাম্প সউদী নেতাদের কাছে তার সহযোগীদের এ দাবি জানাতে নির্দেশ দেন যে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সউদী অবরোধ তুলে নিতে হবে।
টিলারসন ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ সম্পূর্ণ রূপে অবসানের জন্য পুনরায় আহবান জানান। কিন্তু সউদী আরব বলে, সে সমগ্র ইয়েমেনে অবরোধ আরোপ করেনি। তারা সউদী আরব ও তার অংশীদারদের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইয়েমেনে ইরানি অস্ত্র পাচার বন্ধ করতে চায়। যুক্তরাষ্ট্র সউদী আরবের সাথে যোগ দিয়ে অভিযোগ করে যে ইরান হুতিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যা তারা সউদী আরবে নিক্ষেপ করেছে।
শুক্রবার ইয়েমনি কর্মকর্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলে সউদী জোটের বিমান হামলায় নারী ও পুরুষসহ ২৩ জন বেসামরিক লোক নিহত হয়।
ট্রাম্প প্রশাসন ইরানের আঞ্চলিক মোকাবেলাকারী হিসেবে সুন্নী সউদী আরবের ভ‚মিকাকে শক্তিশালী করতে চায়। যুক্তরাষ্ট্র লেবানন, সিরিয়া, ইয়েমেন অন্যান্য স্থানে অশান্তি সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করে। তবে সউদী আরবের সমালোচকরা উদ্বিগ্ন যে ট্রাম্পের সমর্থন সে দেশটিকেই শক্তিশালী করবে যার জঙ্গিদের সহায়তা করার ইতিহাস রয়েছে। যেমন সিরিয়ায়। সউদী আরব অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদার করছে কিনা তারা প্রশ্ন করেন।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির অকস্মাৎ পদত্যাগের ঘটনা সউদী আরব ঘটিয়েছে বলে ধারণা করা হয়। সউদী আরব ত্যাগ করে ফ্রান্স হয়ে দেশে ফিরে লেবাননে হেজবুল্লাহ নিয়ন্ত্রণ সীমিত করার হবে বলে বিশ^নেতাদের অঙ্গীকারের প্রেক্ষিতে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করেন।
গ্যাস সমৃদ্ধ ক্ষুদ্র দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ কার্যকর করতে সউদী আরব কয়েকটি প্রতিবেশী দেশকে নেতৃত্ব দিয়েছে। রিয়াদ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করা ও এ অঞ্চলের দেশগুলোতে বিরোধীদের আন্দোলন সমর্থনের অভিযোগ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ