Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঊর্ধ্বমুখী পদক্ষেপ হিতে বিপরীত হবে : জার্মানি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে তা ইসরাইল ও ফিলিস্তিনের শান্তিচুক্তিতে উপনীত হওয়ার পথে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলি রাজধানীর স্বীকৃতি দিচ্ছেন; এ খবরের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সি। বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার আলোচনার মাধ্যমেই জেরুজালেম নিয়ে সৃষ্ট সংকটের সমাধান আসতে পারে। এই সংকটকে আরও ঊর্ধ্বমুখী করে এমন যে কোনও পদক্ষেপ হবে হিতে বিপরীত। সিগমার গ্যাব্রিয়েল বলেন, জেরুজালেমের বিষয়ে জার্মানির অবস্থানে কোনও পরিবর্তন হবে না। বরং দুই পক্ষের পক্ষের মধ্যে আলোচনায় বার্লিন মধ্যস্থতা অব্যাহত রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রের ইসরাইলি দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে নিজের এমন অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এজন্য তিনি কোনও সময়সীমা উল্লেখ করেননি। উদ্ভূত পরিস্থিতিতে জেরুজালেম নিয়ে সীমা লঙ্ঘন না করতে ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার আঙ্কারায় দলীয় এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘জনাব ট্রাম্প, জেরুজালেম প্রশ্নে আপনার অবস্থান মুসলিমদের জন্য সীমা লঙ্ঘনের শামিল।’ আনাদুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ